সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে পাসপোর্ট করতে এসে স্থানীয় দুই দালাল এবং স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা সদস্য আটক হয়েছেন। গত রবিবার বিকেলে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। তিন রোহিঙ্গা সদস্য হলেন, আব্দুস সোবাহান (৭৫) তার স্ত্রী হাসিনা বেগম (৪৫) ও তাদের জামাতা মো. তৈয়ব (৩০)। এদের বাড়ি কক্সবাজার জেলার সদর উপজেলার মারিগোলা গ্রামে। এর মধ্যে আব্দুস সোবাহান ও হাসিনা বেগেম পাসপোর্ট করতে এসেছিলেন তাদের নিয়ে এসেছিলেন তাদের জামাতা। স্থানীয় যে দুই দালালকে আটক করা হয়েছে তারা দুইজনই ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার বাসিন্দা। এদের একজন ওই মহল্লার চাঁনমারি এলাকার সিয়াম আহমেদ (২৭) এবং অপরজন বটতলা এলাকার রাশেদ খান (৩০)। জানা গেছে, সোবাহান ও হাসিনার পাসপোর্ট করে দেওয়ার জন্য ওই দুই দালাল চুক্তিবদ্ধ হয়। এর আগে তাদের খরচ বাবদ ১৫ হাজার টাকা দেয় আব্দুস সোবাহান। গত রবিবার ফরিদপুরে এসে বাকি ১৫ হাজার টাকা দেন। কিন্তু দুই দালাল তাদের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু না দিয়ে হুমকি ও ভয়ভিতি প্রদর্শন করা শুরু করেন। রোহিঙ্গা সদস্যরা এর প্রতিবাদ জানালে দুই দালাল এক পর্যায়ে জামাতা মো. তৈয়বকে মারপিট শুরু করে। পরে তৈয়ব দৌড়ে পাসপোর্ট অফিসে ঢুকে আনসার সদস্যদের সাহায্য চান। ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, এরা রোহিঙ্গা হলেও বহুপূর্বে বাংলাদেশে এসেছেন। তারা পাসপোর্ট করতে এসে প্রতারকদের খপ্পড়ে পড়েছেন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, স্থানীয় দুই দালাল এবং স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ওই রোহিঙ্গারা যদি কোন ক্যাম্পের সদস্য হন তাহলে তাদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আর কোন ক্যাম্পের সদস্য না হলেও তাদেরকে নিজ আবাসনস্থলে পাঠিয়ে দেওয়া হবে। আর স্থানীয় দুই দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
চার দফা দাবি আদায়ে রাজবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন
- Nabochatona Desk
- May 23, 2025
- 0
রাজবাড়ী প্রতিনিধি বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় আহ্বানে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজবাড়ী জেলা শাখা বাংলাদেশ কেমিস্টস্ এন্ড […]
আলফাডাঙ্গায় রাজনৈতিক মামলায় গ্রেফতার জিয়া মোল্যা প্রতিবাদে বিক্ষোভ
- Nabochatona Desk
- August 19, 2025
- 0
রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে সাবেক মেম্বার প্রার্থী জিয়াউর রহমান ওরফে জিয়া মোল্যার গ্রেফতারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রতিহিংসামূলক […]
ফরিদপুরের সালথায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বিএনপির তাণ্ডব/প্রায় অর্ধশত বাড়িঘরে হামলা ভাঙচুর আহত-২৫
- admin-nabochatona
- May 12, 2025
- 0
ব্যুরো চিফ, বৃহত্তর ফরিদপুর ফরিদপুরের সালথায় পারিবারিক দ্বন্দ্বের জেরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বিএনপি দুই পক্ষের নেতাকর্মীরা। তাদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা […]
