ePaper

কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোর জেলার কেশবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা, খুলনার মসজিদের ইমাম ও ঢাকা মিডফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিক্ষোভ মিছিল টি কেশবপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে এসে অবস্থান করে সমাবেশ করে। উক্ত বিক্ষোভ সমাবেশে ছাত্র জনতার প্রতিনিধির পক্ষ হয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেশবপুরের অন্যতম সদস্য মিরাজ বিশ্বাস, মাহফুজ হাসান ইমন, খায়রুল বাশার, বোরহানউদ্দিন, নুরুল্লাহ সোহান প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিনিময়ে ২৪ এর স্বাধীনতা অর্জন করেছি, যদি কেউ এই স্বাধীনতার অপব্যবহার করে তা বরদাস্ত করা হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কিন্তু এখনো ঘরে ফিরে নি, তারা এখনো রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে অবস্থান করছে। এ সময়ে তারা হুশিয়ার করে আরো বলেন, জুলাই বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করুন। খুলনায় মসজিদের ইমাম ও ঢাকা মিডফোর্ড নৃশংস হত্যাকান্ডের অপরাধীদের গ্রেফতার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ড কার্যকার করার দাবি রাখেন কেশবপুর উপজেলার ছাত্র জনতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *