শিহাব উদ্দিন (নোয়াখালী) বেগমগঞ্জ
বন্যা ও জলাবদ্ধতা থেকে নোয়াখালী বাসীকে রক্ষায় চৌমুহনীতে খাল অবৈধ দখল মুক্ত ও পরিষ্কার করনের কাজ শুরু করেছে প্রশাসন। গতকাল রোববার সকাল থেকে চৌমুহনীর দক্ষিণ বাজার থেকে শুরু হয় খাল পরিষ্কার করন কাজ। এ সময় বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও চৌমুহনী পৌর প্রশাসক আরিফুর রহমান, জামায়াত নেতা নাসিমুল গনি চৌধুরী মহল, ব্যবসায়ী নেতা আবদুল্লাহ আল বাকি সহ অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে নোয়াখালীর অধিকাংশ খাল অবৈধ দখলে চলে গেছে। খালের উপর গড়ে উঠেছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান। ময়লা আবর্জনা ফেলায় খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়। ফলে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে নোয়াখালীতে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগের শিকার হয় সাধারন মানুষ। বিগত দিনের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার পরও প্রশাসন অবৈধ দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে কোর কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি। এতে এবারও ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রশাসন খাল অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ নেয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, এ অঞ্চলের মানুষের দূর্ভোগ কমাতে আমরা কাজ শুরু করেছি। আমাদের পর্যাপ্ত বাজেট নেই। সার্বিক বিষয় জানিয়ে বরাদ্দের জন্য মন্ত্রনালয়ে আমরা লিখেছি। বরাদ্দ পেলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
