ePaper

৮ ক্রিকেটারকে নিয়ে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরু

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। আইসিসির ইভেন্ট থেকে ফেরার পর জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। এরই মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলতি মাসেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের।

যে লক্ষ্যে রোববার ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সকালে সিলেটে দেখা গিয়েছে ৮ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা রয়েছেন।

এ ছাড়া দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোজ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের সবাই রয়েছেন এই ক্যাম্পে। এদিকে দলের বাকি ৭ ক্রিকেটার রাতেই যোগ দেবেন দলের সঙ্গে।

এর আগে ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়। ডিপিএলের ১২ এপ্রিল ম্যাচ খেলেই প্রথম ধাপে রওনা হন ক্রিকেটাররা।

এদিকে, দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *