ePaper

৭৯ বছর পর সরকারিভাবে তালিকাভুক্ত হলো পূর্ববঙ্গ গুরুকূলব্রহ্মচর্য্য আশ্রম

চট্টগ্রামব্যুরো

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন লেক সিটি পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পূর্ববঙ্গ গুরু কূলব্রহ্মচর্য্য আশ্রম প্রায় ৭৯ বছর পর সরকারি ভাবে তালিকা ভুক্ত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায়ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত তার নিজস্ব অস্থায়ী কার্যালয়ে পূর্ববঙ্গ গুরু কূলব্রহ্মচর্য্য আশ্রমের সেবায়েত শ্রীমৎসনজিদ চৈতন্য মহারাজের হাতে গুরু কূল আশ্রমের সরকারি তালিকা ভুক্ত সনদ তুলে দেন। যার রেজিস্ট্রেশন নম্বর ১৩২১০, চট্টগ্রাম/১৩। এসময় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় সনাতনী ধর্মাবলম্বীদের কল্যাণে হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় এবং শ্মশানের উন্নয়ন রক্ষণাবেক্ষন, দেশে-বিদেশে তীর্থভ্রমন, ধর্মীয় উৎসব পালন, দুঃস্থ হিন্দুদের আর্থিক সহযোগীতা, পুরোহিত ও সেবাইত গণের প্রশিক্ষণ,  মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, প্রাচীন তীর্থস্থান ও পীঠস্থান সংরক্ষণ, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণসহ নানা কার্যক্রম রয়েছে। তিনি আরও বলেন অন্তবর্তীকালীন সরকারের আমলে চট্টগ্রামে মেধস মুনির আশ্রম ও পূর্ববঙ্গ গুরুকূলব্রহ্মচর্য্য আশ্রমকে সরকারি ভাবে তালিকা ভুক্ত করা হয়েছে, পর্যায়ক্রমে এসব উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *