জারিফ হোসেন,চাঁপাইনবাবগঞ্জ
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আধুনিক কৃষি ও কৃষি উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন তরুণ কৃষকে প্রশিক্ষণ দিয়েছেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। কর্মশালায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সেচ ব্যবস্থাপনা, উন্নত বীজ ব্যবহার, এবং পরিবেশ-বান্ধব চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের জন্য এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বক্তারা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) মূলত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার ২৫টি উপজেলার কথা উল্লেখ করেন। এর মধ্যে অন্যতম প্রধান কাজ হল সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। বরেন্দ্র অঞ্চলের কৃষির উন্নয়নে বিএমডিএ’র এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মশালার মাধ্যমে কৃষকরা যেমন আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে জানতে পারে, তেমনি তাদের দক্ষতা বৃদ্ধি করে অধিক ফসল উৎপাদনে সক্ষম হবে বলে বক্তব্য দেন বক্তারা। কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পিএমডিএ নির্বাহী কর্মকর্তা আল মামুনুর রশিদ, কামাল উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার নাচোল, নাচোল উপজেলা কৃষি অফিসার সালে আকরাম, উপস্থিত ছিলেন ইউসুফ আলী পরিদর্শক বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নাচোল জন। আরো উপস্থিত ছিলেন জিন্নুরাইন খান তত্ত্বাবধায়ক প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ রাজশাহী প্রশিক্ষণের প্রতিপাদ্য বিষয়। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণভর্থীদের মাঝে একটি করে ফলদ গাছের চারা ও একটি করে এ ডব্লিউ ডি পাইপ প্রদান করা হয়।
