ePaper

৪২৭ কোটি টাকায় দলবদল, দক্ষিণ আমেরিকান ফুটবলে ব্রাজিলিয়ানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের ট্রান্সফার মার্কেটে বিস্ফোরণ ঘটল। দক্ষিণ আমেরিকান ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী চুক্তি সেরে ফেলেছে ক্রুজেইরো। ২০২১ সালে ব্রাজিলের জার্সি পরার পর ১৪ ম্যাচ খেলা মিডফিল্ডার গার্সন সান্তোসকে রেকর্ড দামে কিনেছে তারা। জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে গার্সনকে আনতে বেলো হরিজোন্তের ক্লাবকে দিতে হচ্ছে ৩ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪২৭ কোটি টাকা। মূলত ২ কোটি ৭০ লাখ ইউরোর সঙ্গে ৩০ লাখ ইউরো অ্যাড অন। দক্ষিণ আমেরিকান ফুটবলে সবচেয়ে দামি ট্রান্সফার রেকর্ড এতদিন ছিল ভিতর রকির নামের পাশে। বার্সেলোনা থেকে তাকে ২ কোটি ৫৫ লাখ রুপিতে কিনেছিল পালমেইরাস। ক্রুজেইরোর সঙ্গে চার বছরের চুক্তি করছেন গার্সন। ছয় মাস আগেই তাকে আড়াই কোটি ইউরোতে ফ্লামেঙ্গো থেকে কিনেছিল রাশিয়ান ক্লাব। ২৮ বছর বয়সী মিডফিল্ডার ক্রুজেইরোর গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছেন। ২০১৯ সালের পর প্রথমবার কোপা লিবার্তাদোরেস খেলতে যাচ্ছে দলটি। দক্ষিণ আমেরিকান ফুটবলে গার্সন বেশ নামী ফুটবলার। ফ্লামেঙ্গোর সঙ্গে ২০১৯ ও ২০২৫ সালে কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন হন তিনি। তিনবার ব্রাসিলেইরো ও ব্রাজিলিয়ান সুপার কাপ একসঙ্গে জিতেছেন। এবার তার হাত ধরে লিবার্তাদোরেস জয়ের স্বপ্ন দেখছে ক্রুজেইরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *