পি. কে. বিশ্বাস
বাংলাদেশ জাতীয় জাদুঘর গতকাল মঙ্গলবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের সূচনা’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত আয়োজন করা হয়। সেমিনার ও আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক নাফরিজা শ্যামা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসি। আলোচনায় বক্তাগণ ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির জীবনের বিভীষিকাময় ভয়াল রাতের নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা ও বিশ্লেষণ তুলে ধরেন। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের নাম দেয় ‘অপারেশন সার্চলাইট’। নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর চালানো এই নৃশংস হামলায় শহীদ হন হাজারো মানুষ, যা ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা হিসেবে পরিচিত। ভয়াবহ রাতের হত্যাযজ্ঞই বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা জোগায় এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ীমুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেন বলে বক্তাগণ মতপ্রকাশ করেন।