এম.এ আজিজ ঠাকুরগাঁও প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার অধীনে গত ২০২৪-২০২৫ অর্থ বছরের জেলার বিভিন্ন উপজেলা ও রাস্তাঘাট নির্মাণ, পুল নির্মাণ, ব্রীজ নির্মাণ, প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, গ্রামীণ সড়ক মেরামত নির্মাণ, বন্যা ও দুর্যোগ ক্ষতিগ্রস্থদের সড়ক অবকাঠামো পূর্ণবাসন, অবকাঠামো উন্নয়ন, রুলার কানেক্টটিভিটি অগ্রগতির ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ভুমি অফিস নির্মাণ, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ, সারাদেশে পুকুর খনন উন্নয়ন প্রকল্প, পানি সম্পদ উন্নয় প্রকল্প, দেশব্যাপী গ্রামীণ কাজ ও পৌরসভা পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ঘর নির্মাণ, সার্বজনীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ ১০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, মোট ৩,৮৮,৬,২৭৩ কোটি টাকার উন্নয়নের কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করেছেন এবং বেশ কিছু প্রকল্প কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করার লক্ষ্যে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন ঠাকুরগাঁও এলজিইডি কর্তৃপক্ষ। এই ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার নির্বাহী প্রকৌশল জনাব, মামুন বিশ্বাস জানান গত ২০২৪-২০২৫ অর্থ বছরের বিভিন্ন স্থানীয়, রাস্তাঘাট সংস্কার, স্কুল ভবন নির্মাণ ছাড়া জেলা রাস্তাঘাট, উন্নয়নের নিরলশ ভাবে ঠাকুরগাঁও এলজিইডি কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান সদর উপজেলা আকচা ইউনিয়ন থেকে চৌরঙ্গী রাস্তার ৫ কি.মি. ৩০০ মিটারে ০৭ কোটি ৩৮ লক্ষ টাকা প্রকল্পের মূল্যের কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং রাস্তার সাইটে ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খায়রুল ইসলাম-সহ পরিবেশ রক্ষার্থে গাছ রোপন করেন। ঠাকুরগাঁও জেলা ও উপজেলা থানার এবং পল্লী সংস্কার, কালভার্ট মেরামতের কাজ করে যাচ্ছেন ঠাকুরগাঁও এলজিইডি।
