১৮ বছর পর নীলফামারীর মাটিতে পা রাখলেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

হামিদুল্লাহ সরকার, নীলফামারী

দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলা নীলফামারীতে পা রাখলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি কারাবরণ করেন। এরপর গতকাল শনিবার প্রথমবারের মতো নীলফামারীতে আগমন করেন তিনি। তাকে বরণ করে নিতে সকাল থেকেই জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। পরে জেলা বিএনপির আয়োজনে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে জেলা বিএনপি, জেলা মহিলা দল, সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছায় ভাসিয়ে দেন দলীয় এই ত্যাগী নেতাকে। সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তুহিন বলেন, আওয়ামী লীগ সরকার বিগত দিনে জনগণের ভোটাধিকার হরণ করেছে, দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। একারণে আজ জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের দাবি তুলেছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরবে। আমরা চাই, কোনো রাজনৈতিক দল যেন তাদের কৃতকর্মের জন্য নিষিদ্ধ না হয়- যেমনটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *