ePaper

হিমেল বাতাসে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বাড়ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

কুয়াচ্ছন্ন আকাশে হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের মানুষ শীতের তীব্রতায় ভুগছে। বিশেষ করে চরাঞ্চল ও ছিন্নমুল মানুষ শীতে নাস্তানাবুদ হয়ে পড়েছে। কুয়াশার কারনে যমুনায় নৌ-চলাচলে ব্যাঘাত ঘটছে। ধানের বীজতল নস্ট হয়ে হলদে আকার ধারন করছে। কৃষকরা ঠিকমত জমিতে কাজ করতে পারছে না। দিনমজুর ও শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। দরিদ্র পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। শিশু ও বয়োবৃদ্ধরা শীতজনিত রোগ সর্দি, ঠান্ডা, জ¦র, অ্যাজমা, হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। শীতবস্ত্র বিতরন করা হলেও তা মানুষের তুলনায় কম। জেলায় মাত্র ৮ হাজার পিস সরকারীভাবে কম্বল বিতরন করা হয়েছে। স্থানীয় কৃষক আকমল হোসেন জানান, শীতে কারনে বীজতলা হলদে বর্ণ ধারন করছে। এভাবে আর কয়েকদিন থাকলে বীজতলা নস্ট হয়ে যাবে। এতে কৃষকের চরম ক্ষতি হবে। রিক্সচালক নবিবুর রহমান জানান, ঠান্ডা বাতাসে কাজকর্ম করা কঠিন হয়ে পড়েছে। সংসারের তাগিদে বের হলেও ঠান্ডায় তেমন আয়-রোজগার করার সম্ভব না হওয়ায় পরিবার পরিজন নিয়ে কস্টে রয়েছি। সিরাজগঞ্জ ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, শীতের তীব্রতা বাড়ায় সরকারের পক্ষ থেকে নতুন করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কম্বল কিনে দ্রুত বিতরন করা হবে। তবে ইতোমধ্যে ৮ হাজার পিস কম্বল বিতরন করা হয়েছে। সিভিল সার্জন ডা. নুরুল আমিন জানান,প্রতিটি হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা নিতে আসা প্রত্যককে ঘর থেকে কম বের হতে পরামর্শ দিচ্ছে। আর জরুরী প্রয়োজনে বের হলে গরম কাপড় পরিধান করার পরামর্শ প্রদান করছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সতর্ক থাকতে হবে। সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান,  সকালে জেলায় এ বছরের সর্বনিম্ন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অপরদিকে, বাঘাবাড়ী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া অফিসার মোস্তফা কামাল বলেন, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *