ePaper

হাসপাতালে ভর্তি হানিয়া আমির!

বিনোদন ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হানিয়া আমির। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত তাকে হিউস্টনের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই তার কোটি কোটি ভক্তের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাসপাতাল থেকে হানিয়ার কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে অসুস্থ দেখা যাচ্ছে। যদিও তার হঠাৎ অসুস্থ হওয়ার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।এই অভিনেত্রীর হাসপাতালে শুয়ে থাকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করছেন। পাকিস্তানি ও আন্তর্জাতিক ফ্যান মহলে তার জন্য প্রার্থনা জানিয়ে হ্যাশট্যাগ ও পোস্ট ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।এখনও পর্যন্ত হানিয়া আমির বা তার ম্যানেজমেন্ট দলের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্ত-অনুরাগীদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।ইনস্টাগ্রামে ১৯ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি অনুসরণ করা তারকা। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, প্রায়শই তার ব্যক্তিগত জীবন, ফটোশুট এবং ভ্রমণের অভিজ্ঞতা ভক্তদের সাথে ভাগ করে নেন। সম্প্রতি হানিয়া ভারতীয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ছবি ‘সরদার জি ৩’-এ অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *