সুমন পল্লব, (চট্টগ্রাম) হাটহাজারী
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্ধুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা উত্তর মার্দাশা উচ্চ বিদ্যালয়ের হল রুমে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্প (২য় পর্যায়ে) মৎস্য অধিদপ্তর অর্থায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্য্যলয়ের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। এতে বিশেষ অতিথি হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্প (২য় পর্যায়)চট্টগ্রাম জেলা এর প্রকল্প হ্যাচারী কর্মকর্তা নাজমুল হুদা জেলা মৎস্য কর্মকর্তা কার্য্যালয়ের সহ: পরিচালক মো. নাসিম, উপজেলা সহ:কমিশনার (ভূমি)লূৎফন নাহার শারমীন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: সুজন কাননুনগো, উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.সাইফুল ইসলাম মডেল থানা উপ পরিদর্শক অরুন চাকমা। এসময় বক্তব্য রাখেন, উত্তর মার্দাশা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.লিয়াকত আলী, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদ এর সহ:সভাপতি জাহিদুল আলম, সাধারণ সম্পাদক মো বোরহান উদ্দীন সাংবাদিক খোরশেদ আলম শিমুল, ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি, মো.শফিউল আলম, সাধারন সম্পাদক মো.হোসেন, স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান কাজী আবু তালেব, ডিম সংগ্রহকারী মো.ইলিয়াস, মো.শহিদুল্লাহ, কামাল উদ্দীন, মো. ইকবাল প্রমুখ। সভায় বক্তরা বলেন, হালদা নদী দিন দিন তার জৌলুস হারিয়ে যাচ্ছে। পরিবেশ দুষন ও নদীর গভীরতা কারনে হ্রাস পাচ্ছে মাছের প্রজনন ক্ষমতা। এই হালদাকে বাঁচাতে হলে নদীর বালু উত্তোলন ও অবৈধভাবে জাল দিয়ে মা মাছ বন্ধ ও বিভিন্ন কলকারখানার বজ্য অপসারন রোধ করতে হবে। সেই সাথে মাছ শিকারের জন্য নিরপত্তা প্রহরী নিয়োগ দিতে হবে। সন্মেলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এই নদীকে রক্ষা করতে। সভা শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করেন, মাওলানা মো. জাহেদ, ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী।