হামিদুল্লাহ সরকার, নীলফামারী
নীলফামারী সদর উপজেলার সেনারায় ইউনিয়নের ফকিরগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের মসজিদের মুয়াজ্জিন মমতাজ উদ্দিন ওরফে ফুলমিয়া তার বাড়ির পার্শ্বস্ত ফকিরগঞ্জ বাজারে যায় সেখানে রশিদুল এর মাংসের দোকানে বসে একই এলাকার সিরাজুল ইসলাম ওরফে (গাঠির) সাথে মসজিদের বিষয়ে শুরু করে তর্ক বিতর্ক এ সময় সে অসুস্থ হয়ে পরে। এরপর বাজারে তার মৃত্যু ঘটে। ওই সময় তার বাড়ির এলাকা ডাঙ্গাপাড়া গ্রামের প্রায় ২/৩ শতাধিক লোক বাজারে এসে প্রথমে রশিদুলের দোকান ঘর ভেঙ্গে দেয় পরে সিরাজুল ইসলাম গাঠির বাড়ি ঘেরাও করে ইট পাটকেল দিয়ে ঢিল ছুঁড়ে ঘরের টিন ভাঙচুর, ঘরের ভেতরের আসবাবপত্র ভাঙচুর, স্বর্ণের জিনিস ও টাকা লুট এবং ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘটনা দেখতে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায়, ফুলমিয়া হার্ট এ্যাটাকে মারা গেছে। এলাকার লোক সিরাজুলের বাড়ি ঘেরাও করে ভাংচুর স্বর্ণ টাকা লুট অগ্নি সংযোগ করে বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ সময় সিরাজুলের স্ত্রী সালেকা বেগমের সাথে কথা বললে সে জানায় হঠাৎ করে তিনশোর মত লোক আমাদের বাড়ি ঘেরাও করে এবং ঘরে ইট দিয়ে ঢিল ছুঁরে আমরা প্রাণ রক্ষার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাই তারা আমাদের ঘরের টিন ঢিল ছুঁড়ে ফুটো করে দিয়েছে। ঘরের ভেতরের আসবাবপত্র ভেঙে চুরে তছনছ করেছে স্বর্ণের জিনিসপত্র ও টাকা লুট করে নিয়ে গেছে। এরপর তারা আমাদের দুটি ঘর অগ্নি সংযোগ করে পুড়ে দিয়েছে। আমরা তাদের ভয়ে কথা বলতে পারছি না।
