ePaper

হাতিয়ায় যুবদল নেতা রিপনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তান্ডব চালানো সন্ত্রাসী যুবদল নেতা রিপন চন্দ্র দাসকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের জহরলাল মার্কের্টের একটি দোকান থেকে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শারদীয় দুর্গা পূজার চাঁদা কালেটশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফার্মেসী দোকানে ঢুকে তান্ডব চালায় সন্ত্রাসী যুবদল নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করতে। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে। হাতিয়া থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র দাস বিভিন্ন সময়ে সংঘর্ষের ইন্ধনকারী হিসেবে এলাকায় চিহ্নিত। তার বিরুদ্ধে দলীয় পরিচয়ের আড়ালে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকার কেউ কোন অভিযোগ করার সাহস পেত না। আসন্ন দুর্গাপূজাতেও নাশকতা সৃষ্টির অপচেষ্টার গোয়েন্দা তথ্য রয়েছে। এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের এস আই মুকুল আহমেদ বলেন, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পরবতী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *