সুমন পল্লব (চট্টগ্রাম) হাটহাজারী
চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া দুইশত সুবিধাবঞ্চিত, বিপন্ন, ঝুঁকিতে থাকা, পথ শিশুদের নিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ আসর কেন্দ্র মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান আয়োজক চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ.বি.এম.মশিউজ্জামান এবং তার সহধর্মিণী, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, হাটহাজারী পৌরসভার লাইনম্যান মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ও ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে এবং নিবাসী শিশু আফসানা মেহজাবিন পুষ্প ও খুমফই ত্রিপুরা এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের বালক নিবাসী শিশু মো. জাবেদ মিয়া লিলু। অতঃপর কেন্দ্রের নিবাসী মো. তামিম উদ্দিন জিসান ও মালেশিয়াম বম এর কণ্ঠে ধ্বনিত হয় ইসলামী সংগীত। এছাড়াও চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বালক ও বালিকা নিবাসী শিশুদের যৌথ পরিবেশনায় ইসলামী নাশিদ ও ইসলামী নাটিকা ‘রাইকার অপহরণ’-উপস্থিত সকলেই বিমুগ্ধ চিত্তে উপভোগ করেন। এরপরেই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তাবৃন্দ। অতঃপর মহান আল্লাহর করুণা লাভের প্রত্যাশায় ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন এর পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে কেন্দ্রের দুইশত সুবিধাবঞ্চিত শিশুর সাথে ইফতার মাহফিলে শরীক হন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম.মশিউজ্জামান এবং তার সহধর্মিণী সহ অন্যান্য অতিথিবৃন্দ।