শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে শনিবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশের যুব ও ছাত্র সমাজে উজ্জীবন ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হলো। সমাবেশের মঞ্চে ভিড় ছিল চোখে পড়ার মতো, যেখানে হাজার হাজার যুবসমাজ একসাথে মিলিত হয়ে দেশের উন্নয়নের স্বপ্নে উদ্দীপ্ত হলো। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: সালাউদ্দিন আইয়ুবী। তিনি বক্তব্যে বলেন, “আমরা চাই, দেশের যুবসমাজ মাদকমুক্ত সমাজে বড় হয়ে উঠুক। আমাদের বিশ্বাসযোগ্য নেতৃত্ব ক্ষমতায় এলে মাদকের অস্তিত্ব যেন এক যাদুঘরের মতো হয়ে যাবে, যেখানে কেউ খুঁজে পেলেও কেবল দেখতে পাবে। আমাদের লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়পরায়ণ বাংলাদেশ গড়ে তোলা।” তিনি আরও সতর্ক করে বলেন, “আগামী নির্বাচনে কিছু দল ইতিমধ্যেই পরাজয়ের আশঙ্কায় ষড়যন্ত্র শুরু করেছে এবং ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের যুবসমাজকে সচেতন থাকতে হবে, প্রতিটি ভোটারের কাছে আমাদের প্রার্থীর সমর্থন পৌঁছে দিতে হবে এবং ভোটের দিন প্রাপ্ত ভোট সুরক্ষিত রাখতে আমাদের সক্রিয় থাকতে হবে।” তিনি যোগ করেন, “আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ। কেউ বিশৃঙ্খলা করলে আমরা চুপ থাকব না। দেশের প্রতিটি মানুষ যেন আনন্দে, সমৃদ্ধিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “শ্রীপুরে এখনও শিক্ষার মান অনেকাংশে পিছিয়ে আছে। ক্ষমতায় এলে আমরা শিক্ষার মান উন্নয়ন করব। স্বাস্থ্যখাতের মানও উন্নত করে মানুষের জীবন রক্ষা করব, যাতে আর কেউ চিকিৎসার অভাবে জীবন হারাতে না পারে। আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষ যেন ভালো চিকিৎসা ও শিক্ষার সুবিধা পায়।”সমাবেশের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামাতের নায়েবে আমির আব্দুল হালিম, এবং সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; ইয়াসিন আরাফাত, গাজীপুর জেলা সভাপতি, ইসলামী ছাত্রশিবির; এবং অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে যুবসমাজের উদ্দীপনা, স্বচ্ছ ভোট ও দেশের উন্নয়নে অবদান রাখার প্রবল প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়, যা শ্রীপুরের মাটি থেকে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন এক উজ্জীবন সৃষ্টি করেছে।
