ePaper

হরিরামপুরে জেলের জালে ১১ কেজির বোয়াল

বাবুল আহমেদ,মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ভেসাল জালে ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের জেলে রামা হালদারের ভেসাল জালে মাছটি ধরা পড়ে। গতকাল মঙ্গলবার উপজেলার আন্ধারমানিক ঘাটে মাছটি বিক্রিয়ের জন্য নিয়ে আসলে তা ১৫ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। জানা যায়, জেলে রামা হালদার প্রতিনিয়ত ভেসাল জাল দিয়ে পদ্মা নদী থেকে মাছ ধরেন। গতদিন রাতে পদ্মা নদীতে ভেসাল জাল ফেলার পরে জাল টানতেই উঠে আসে একটি বিশাল বোয়াল। এরপর মাছটি বিক্রির জন্য সকালে আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসলে হাঁকডাকে তিনি ১৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। আন্ধারমানিক এলাকার রিদয় রাজবংশী বলেন, ১১ কেজির বোয়াল মাছটি আন্ধারমানিক আড়তে নিয়ে আসলে হাঁকডাকে মাছটি আকাশ হালদার কিনে নেন। এই আড়তে নিয়মিতই এরকম বড় বড় মাছ পাওয়া যায়। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে নিয়মিতই জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *