হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে এই কেন্দ্র থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ছিল। গতকাল সোমবার দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের টিআর-২ ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। এরপর মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বিকেল সোয়া ৩টায় স্বাভাবিক হয় বিদ্যুৎ। শাহজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল খান চৌধুরী জানান, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, বিদ্যুৎ উপকেন্দ্রে সোমবার দুপুরে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এক-দেড় ঘণ্টার মধ্যে জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর আগে ৩১ জুলাই শাহজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দুদিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়েছিল।
