মাকসুদ আলম, (নোয়াখালী) সোনাইমুড়ী
নোয়াখালীর ভূমিপুত্র সিরাজুল আলম খান দাদাভাইয়ের ৮৪ তম জন্মদিন উপলক্ষে উনার কবরস্থানে সকল পেশাজীবীদের আয়োজনের পুষ্পঅর্পণ ও দোয়া আয়োজন করা হয়। পরে চৌমুহনী রাজদরবার হলে দাদা ভাইয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মশিউর রহমান মশির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্ত রাজনৈতিক আন্দোলনের সভাপতি স্বরূপ হাসান শাহিন, আলোচক ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সেক্রেটারি আবু নাসের মঞ্জু, দৈনিক মানবজমিনে স্টাফ রিপোর্টার নোয়াখালীর সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন বাদল, জিএসডি নেতা আমির হোসেন বিএসসি, নাট্যকার আবুল কালাম আজাদ, তুলির পরশ কর্ণধার মহিউদ্দিন মোহন, বাস শ্রমিক নেতা আবুল হাশেম বুলু, মোঃ হামিদুল হক, সোনাইমুড়ি জাসদ নেতা সৌরভ হোসেন, ফজলুল হক মনোয়ার, ফজলুল হক, মাইজদীর জিএসডি নেতা জহির রায়হান বাবুল, জুনায়েদ নবী চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মাকসুদ আলম প্রমুখ, শারীরিক অসুস্থ হওয়ার থাকতে পারেন নাই কবি, সাহিত্যক, সাংবাদিক ফারুক আল ফয়সাল, পরি শেষে সকলের জন্য দোয়া মোনাজাত করে উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সভাই।