রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর
ইউনেস্কো সাংস্কৃতিক জোটের অনুপ্রেরনায় ভারতের একুশ শতকের সেরা বাঙালি শীর্ষক অনুষ্ঠান থেকে কবিতা আবৃতি ও বিশেষ সাংস্কৃতিকের ভুমিকা রাখায় সিনিয়র সাংবাদিক ডা. আবু কওছার কে স্বর্ন পদকে ভুসিত করায়, শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রিপোর্টাস ক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জি এম মনিরুজ্জামান মিশুক, সহ সাংহঠনিক সম্পাদক এম এ আলামীন, প্রচার সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মো. আব্দুর রহিম, সদস্য হাবিবুল্লাহ বেলালী, তোফাজ্জেল হোসেন সহ আরো অনেকে। এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ও জাতীয় দৈনিক ইনকিলাবের শ্যামনগর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ডা. আবু কওছার। এ ধরনের গুনীজনদের নিয়মিত সম্মাননা প্রোগ্রাম অব্যাহত থাকবে বলে জানান রিপোর্টাস ক্লাবের সভাপতি এস কে সিরাজ।