ePaper

স্নেহা নার্সিং কলেজের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

ClUKTFNuYXBjaGF0LzEzLjIxLjAuNDMgKFNNLU0yMTVGOyBBbmRyb2lkIDEyI00yMTVGWFhTM0NXSzEjMzE7IGd6aXApIFYvTVVTSFJPT00Qzuufvt0B

শরিফা বেগম শিউলী, রংপুর

রংপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সের ২০২৩-২০২৪ সেশনের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের শিরা বরণ, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে স্নেহা নাসিং কলেজ ক্যাম্পাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক, রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম, আমন্ত্রিত অতিথি এশিয়ান টেলিভিশন ও আমার দেশ পত্রিকার রংপুর ব্যুরো বাদশা ওসমানী, মানবকন্ঠ পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন মুখদুমীসহ অত্র প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, এই নার্সদের উপরেই মানুষের জীবন নির্ভর করে। তারা দায়িত্ব নিয়ে কাজ করলে মানুষ দ্রুত সুস্থ হয়ে যায়। নার্সরা যদি অমনোযোগী হয়ে কাজ করে তাহলে মানুষের জীবন যেতে পারে। একই সঙ্গে যারা শপথ গ্রহণ করেছেন। তারা অবশ্যই মেধা দিয়ে পড়াশোনা করে। ভবিষ্যতে যেন দায়িত্ববান সেবিকা হন সেদিকে মনযোগ দিতে হবে। উক্ত শিরা বরণ, শপথ গ্রহণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *