ePaper

স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীর খেলাধুলা ও পাঠদান

মো. সহিদুল ইসলাম, মধুখালী

টানা বৃষ্টির কারণে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমেছে। এতে করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিবারই এমন জলাবদ্ধতার সৃস্টি হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন নাহার  জানান, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারছে না। তিনি জরুরিভাবে মাটি বা বালু দিয়ে মাঠটি ভরাট করার প্রয়োজনীয়তার কথা জানান। বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ও উপজেলার শ্রেষ্ঠ স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার জানান, এটি তাদের স্কুলের বেশ কয়েক বছরের পুরোনো সমস্যা। মাঠের একপাশ নীচু হওয়ায় মাঠে পানি জমে থাকে এবং পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এবং বাজার থেকে স্কুলের মাঠ নিচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি জরুরি ভিত্তিতে ড্রেন সহ মাঠটি সংস্কারের দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মো. আবু রাসেল বলেন, বিষয়টি আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি। আপনার মাধ্যমেই জানতে পারলাম। যত তাড়াতাড়ি সম্ভব স্কুল মাঠটি ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *