ePaper

স্কয়ার ফার্মায় মালিকানা বাড়াবেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিতে নিজস্ব মালিকানা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি কোম্পানির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ শেয়ার কেনার ঘোষণা দেন রত্না পাত্র।

ডিএসইকে দেওয়া তথ্য অনুযায়ী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান ও পরিচালক রত্না পাত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানির ১০ লাখ শেয়ার কিনবেন। স্টক এক্সচেঞ্জের পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন তিনি।  রত্না পাত্র হলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর একমাত্র কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং ওষুধ, হাসপাতাল ও টেক্সটাইল ব্যবসায় তার অসাধারণ জ্ঞান রয়েছে। রত্না পাত্র স্কয়ার গ্রুপের অধীনে স্কয়ার হাসপাতাল লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফর্মুলেশনস লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেডসহ ১৯টি বেসরকারি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৩ দশমিক ৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৫৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৫২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে। গতকাল লেনদেন শেষে স্কয়ার ফার্মার শেয়ারদর দাঁড়ায় ২০৯ টাকায়। গত এক বছরে ১৯৮ টাকা থেকে ২৩৪ টাকা ১০ পয়সার মধ্যে কোম্পানির শেয়ারদর ওঠানামা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *