ePaper

সৌদি আরবজুড়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এক পূর্বাভাসে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই এবং সামনের দিনে তাপমাত্রা শূণ্যের নিচে নামতে পারে। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-কে এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেছেন, আজ থেকে পুরো সৌদি আরবে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এই প্রবাহ অন্তত আগামী শনিবার পর্যন্ত থাকবে এবং এই সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস এক ডিগ্রির মধ্যে থাকবে। সৌদির তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, হাইল এবং মদিন প্রদেশের উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি পড়তে পারে। এছাড়া আল কাসিম, রাজধানী রিয়াদের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ। এসব অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ১ ডিগ্রির মধ্যে থাকবে বলে বলে জানিয়েছেন হুসেইন আল কাহতানি। “দেশজুড়ে অন্তত এক সপ্তাহ শৈত্য প্রবাহ থাকবে। তারপর এটি দক্ষিণ দিকে অগ্রসর হবে। এ শৈত্যপ্রবাহের জেরে হঠাৎ করেই তাপমাত্রা নামতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জনগণকে শীত বিষয়ক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হচ্ছে”, এসপিএকে বলেন আল কাহতানি। প্রসঙ্গত, মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে প্রায় সারা বছরই গরম থাকে। শীতের সময়ে দেশটিতে গরম কমলেও তাপামাত্রা এই পরিমাণ নেমে যাওয়ার ঘটনা বিরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *