ePaper

সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে অমর একুশে নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক       

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘অমর একুশে নাট্যোৎসব ২০২৫’। উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে দেখা যাবে উৎসবের নাটকগুলো।

আজ ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ। এতে আহ্বায়কের বক্তব্য প্রদান করবেন অমর একুশে নাট্যোৎসবের আহ্বায়ক খন্দকার শাহ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন অমর একুশে নাট্যোৎসবের সদস্য সচিব তপন হাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *