ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর সুবর্নচরে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচিত শিশুশিল্পী জান্নাতুল মারিয়া সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির অফিস কক্ষে শাখা ম্যানেজার আলী হোসেন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট জসিম উদ্দিন। জান্নাতুল ফেরদাউস মারিয়া, ২০১২ সালের ১৭ আগষ্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে জম্ম গ্রহন করেন, পিতাঃ- সাংবাদিক আহসান হাবীব, মাতাঃ- নয়ন আক্তার মুন্নি, তিন ভাই বোনের মধ্যে মারিয়া সবার ছোট, ২০২৪ সালে দক্ষিন চরজব্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন, বর্তমানে জুবিলী হাবিব উল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে অধ্যয়নরত। জান্নাতুল ফেরদাউস মারিয়া ২০২৪ সালে সুবর্ণ নাট্যদলে যোগদান করে নির্মাতা জিসান রহমান পরিচালিত ‘‘শিক্ষা’’ শিরোনামের নাটকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। এরপর ‘‘দাদা নাতি, হাঁস কান্ড, সমাজের সভাপতি, ইমাম সাহেব, একটু হাসুন, আজগর মহাজন, গন্তব্যই মন্তব্য ২, হাঁস কান্ড ২, সমাজের সভাপতি ২, প্রতিবাদ, বাকীতে মাছ বিক্রি, পরিবর্তন, বেদাবেদ নয়, বেয়াই বাড়ির ইফতার’’ শিরোনামের নাটকগুলোতে জান্নাতুল ফেরদাউস মারিয়া অভিনয় করেছেন। সে ভালো অভিনয়ের মধ্যে নিজের স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া কামনা করেন।