ePaper

সোনালি যুগে ফিরলেন অমিত-শাবনূর

বিনোদন ডেস্ক

হঠাৎ সেই সোনালি যুগে ফিরে গেলেন ঢাকাই সিনেমার দুই তারকা অমিত হাসান ও শাবনূর। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভুলোনা আমায়’ চলচ্চিত্রের কালজয়ী গান ‘একদিকে পৃথিবী’-তে সে সময় দর্শক মাতিয়েছিলেন অমিত-শাবনূর। এর ২৬ বছর পর ফের একফ্রেমে, একই গানে পা মেলালেন তারা। মূলত, চিত্রনায়ক কাজী মারুফের সামাজিক মাধ্যমে আসা একটি লাইভ থেকে দেখা যায় এই দৃশ্য।

চিত্রনায়িকা শাবনূর পরিবার নিয়ে মূলত অস্ট্রেলিয়াতে থাকলেও বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে অবস্থান করা ঢাকাই সিনেমার মৌসুমীর সঙ্গেও দেখা করেন শাবনূর। এই দুই তারকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত সামনে আসতেই তখন ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উচ্ছ্বাস ও নস্টালজিয়া।

এবারও তার ব্যতিক্রম ঘটল না। ফের সেই নস্টালজিয়ায় ফিরে গেলেন শাবনূর। সঙ্গে ছিলেন অমিত হাসান, কাজী মারুফরাও। সোমবার সকালে ফেসবুকে খুবই অল্প সময়ের জন্যে লাইভে আসেন কাজী মারুফ। ২১ সেকেন্ড ধারণ করা হয় সেই লাইভ। তাতে দেখা যায়, ‘একদিকে পৃথিবী’ গান বাজছে, এর সঙ্গে তাল মিলিয়ে পা মেলাচ্ছেন অমিত-শাবনূর। সঙ্গে থাকা আরও অতিথিরাও তাদের সেই সোনালি নস্টালজিয়াকে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।ভিডিওটি প্রকাশ হতেই ভক্তরাও ফিরে যান সেই অতীতে; ভালোবাসা ও প্রশংসায় ভাসায় এই তারকা জুটিকে। কেউ কেউ হঠাৎ তাদের একসঙ্গে দেখে চমকেও গেছেন। জানা গেছে, ছেলে আইজানকে খুশি করতে যুক্তরাষ্ট্র সফরে যান চিত্রনায়িকা শাবনূর। এর মধ্যে শাবনূর উদযাপন করেন তার ৪৬ তম জন্মদিনও। সে সময় প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *