ePaper

সোনাগাজী মডেল থানা পুলিশের অভিযানে  ১১টি চোরাইকৃত গরু উদ্ধার

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

১৪ জানুয়ারী সোনাগাজী মডেল থানা পুলিশের অভিযানে  ১১টি চোরাইকৃত গরু উদ্ধার সংক্রান্তে গত ৩১/১২/২০২৫ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকা হইতে ০৫.৩০ ঘটিকার মধ্যে সোনাগাজী থানাধীন ০৫নং চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী সাকিনস্থ মোঃ শাহাআলম এর গরুর খামার হইতে অজ্ঞাতনামা চোরেরা ১৬টি গরু চুরি করে নিয়ে যায় মর্মে বাদী শাহাআলম থানায় এজাহার দায়ের করিলে সোনাগাজী মডেল থানার মামলা নং-০৫, তারিখ-০২/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। তদন্তকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শফিকুর রহমানসহ তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র)/নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্য প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ০৬/০১/২০২৬ খ্রিঃ তারিখ কুমিল্লা জেলার বরুড়া থানাধীন আকুসাইর এলাকা হইতে ০১টি চোরাই গরুসহ একজন আসামী গ্রেফতার করা হয়। সোর্সের ধারাবাহিক তথ্য মোতাবেক গত ১২/০১/২০২৬খ্রিঃ তারিখ সোনাগাজী মডেল থানাধীন মতিগঞ্জ বাজার হইতে ০১টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং উক্ত তথ্যের ভিত্তিতে গত  ১৩/০১/২০২৬ খ্রিঃ তারিখ কুমিল্লা সদর দক্ষিন থানাধীন চৌয়ারা গরু বাজার হইতে ০১ টি চোরাই গরু উদ্ধার ও আাসামী সোহাগ (৩০), পিতা- ইদ্রিস, সাং-সানন্দকড়া (লতিফ সাহেবের বাড়ী), থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করা হয়। উক্ত আাসমীরে দেওয়া তথ্য মতে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সানন্দকড়া, লতিফ সাহেবের বাড়ী হইতে ০৮টি চোরাই গরু উদ্ধার করা হয়। উল্লেখ্য যে উক্ত মামলার ঘটনায় জড়িত সন্ধিগ্ধ ০৪ (চার)জন আসামীকে বিজ্ঞ আদালতে গ্রেফতার দেখানোর আবেদন প্রেরণ করা হয়েছে (উক্ত আসামীদেরকে কুমিল্লা সদর দক্ষিন থানার মামলা নম্বর ৫(১)২৬ খ্রিঃ মূলে ০৪/০১/২০২৬ খ্রিঃ তারিখ কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা পুলিশ গ্রেফতার পূর্বক আদালতে সোপদ্দ করেন)। অবশিষ্ট ০৫টি চোরাই গরু উদ্ধার ও ঘটনায় জড়িত চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *