মাকসুদ আলম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এডহক কমিটির সার্বিক সহযোগিতায় ও পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ প্রদান করা হয়েছে। উপজেলার জয়াগ ইউনিয়নের মাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী আবু নাছের টুটুলের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনাইমুড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও মাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি বাহারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিম। আরো বক্তব্য রাখেন জনতা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাহের আলী, থানারহাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তফা কামাল মানিক, সাধারণ সম্পাদক মনির আহমেদ স্বপন, গোলাম ফারুক, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারহানা বেগম, সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিডিসি কেন্দ্রীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, থানারহাট দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি নূরুল আলম, জাফর ইকবাল, রুহুল মতিন, লোকমান হোসেন টিপু, নজরুল ইসলাম, মোক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, বেল্লাল হোসেন, তাজুল ইসলাম সহ স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সকলের প্রচেষ্টায় মাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফলাফলের চেষ্টা করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে স্কুলে আসতেছে কি না, পড়ালেখা হচ্ছে কি না তার প্রতি এডহক কমিটি ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। যে সব খেলায় অংশ গ্রহণ করেন শিক্ষার্থীরা তা হলো চিত্র অঙ্কন, ১০০, ৫০, ৩০ মিটার দৌড়, অংক দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, টেনিস বল নিক্ষেপ, ছড়া, সুন্দর হাতের লেখা, ক্রিকেট খেলায়, চেয়ার খেলায়, কবিতা আবৃত্তি প্রভৃতি।