ePaper

সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার ডাকাত গ্রেফতার

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী

ডাকাতি হওয়া হাতঘড়ি, বেসলাইট, মোবাইল ফোন, নগদ টাকা ও টি-শার্ট উদ্ধার। পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখীল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়খালী এর নেতৃর্ত্বে এসআই(নি.) উদয়ন বিকাশ বড়ুয়া, এসআই(নি.) সুভাষ পাল, সঙ্গীয় অফিসার এএসআই(নি.) মো. জাহাঙ্গীর আলম, এএসআই(নি.) মোজাম্মেল হক ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানার মামলা নং-০৮, তারিখ-২০/০৮/২০২৫ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ এর সন্ধিগ্ধ আসামী আমিনুল ইসলাম(২৫), পিতা-বাতেন ভূঁইয়া, মাতা-আয়েশা বেগম, সাং-জোকারদিয়া(ভূঁইয়া পাড়া) মাহমুদপুর ইউপি থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জকে উপরোক্ত মালামালসহ নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *