মাকসুদ আলম (নোয়াখালী)সোনাইমুড়ী
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সোনাইমুড়ি উপজেলা বিএনপি কমিটির গঠন। সোনাইমুড়ির জনগণের প্রাণের স্পন্দন ও হৃদয় নিংড়া ভালোবাসা সিক্ত দিদার কুতুব, ফুলে ফুলে ভরিয়ে দিল এলাকার জনগণ। তাদের প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত প্রত্যেকেই ফুলে ফুলে সিক্ত করছে দুজনকে। তাদের কাছে আগামীর পাওনা উপজেলায় তাদের বিচক্ষণতার সহিত প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিগুলো নিরূপণ করে স্বচ্ছ একটা কমিটি উপহার দেবেন। এ আসা প্রত্যাশায় সোনাইমুড়ি উপজেলাবাসীর, বিগত দিনে যারা হামলা, মামলা খেয়েছে তাদেরকে মুল্যায়ন করে কমিটিগুলো দেওয়ার অনুরোধ করেন ভুক্তভোগীরা। আপনারা যুবসমাজের মূর্তপ্রতীক ও পরিক্ষিত জিয়ার সৈনিক। প্রতিটি ইউনিয়নে সৎ, যোগ্য, ত্যাগী, শিক্ষিত ও সামাজিক ব্যক্তিত্ত্ব সম্পন্ন লোক দিয়ে গ্রুপিং মুক্ত কমিটি গঠনের উদাত্ব আহ্বান জানাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আসুন আমরা দল ও দেশের স্বার্থে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি।
