ePaper

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যনের মৃত্যু

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী

নোয়াখালীর সোনাইমুড়ী ভপজেলার সাবেক জননন্দিত চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল হক কামাল অসুস্থতাজ্বণিত ঢাকার বার্ডেম হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহ -রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হযেছিল প্রায় ৭০ বছর। তিনি ১পুত্র সন্তান, স্ত্রী আত্মীয়স্বজন সহ অগণিত রাজনৈতিক বন্ধু ও ব্যক্তিগত সহচর এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। আজ সকাল ১০:৩০ টায় মরহুমের নামাজে জানায়া সোনাইমুড়ী আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নোয়াখালী জেলা দায়রা জর্জ আদালতের এডিশনাল পিপি এবং সিনিয়র  বিএনপি নেতা এডভোকেট মো. মাহমুদ হাসান শাকিল। উল্লেখ্য প্রয়াত আনোয়ারুল হক কামাল চেয়ারম্যান সোনাইমুড়ীর বাট্রা গ্রামে এক সম্রান্ত মুসলীম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা প্রয়াত নজীর উল্যাহ কালু মিঞা ছিলেন তৎকালীন সোনাইমুড়ীর সর্বমহলে অতিপরিচিত মুখ জনপ্রিয় ফুটবল প্লেয়ার। ছাত্রজীবনে মাধ্যমিকে সোনাইমুড়ী উচ্চবিদ্যালয়ে, উচ্চমাধ্যমিক ও স্নাতকে চৌমুহনী কলেজ এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যললয় থেকে মাষ্টার্স সম্পন্ন করেন। ছাত্র জীবনে প্রথমে জাসদ ছাত্রলীগের প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হলেও পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে-বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িয়ে পড়েন। ব্যক্তিগত জীবনে একজন সতাদর্শের অহিংস চিন্তার বন্ধুসুলব সদালাপি মানুষ আনোয়ারুল হক কামাল  ২০১৪ সালে সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মননয়নে সাধারণ জনগনের বিপুল ভোটে চেয়ারম্যন নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে সোনাইমুড়ী অন্ধকল্যান আই হসফিটালের সকল কর্মকর্তা কর্মচারী, সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ ও বিভিন্ন শিক্ষা এবং, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব, সোনাইমুড়ী দলিল লিখক সমিতি পক্ষে সভাপতি মাকসুদ আলমের পক্ষ থেকে ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *