ePaper

সোনাইমুড়ীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

দীর্ঘ ১৬ বছর পর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নং দেওটি ইউনিয়নের কুমার ঘরিয়া আমতলা এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার রাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেওটি ইউনিয়ন বিএনপি নেতা মোস্তাফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির উপদেষ্টা শহিদ উল্যাহ খান, দেওটি ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি ডাঃ ইসমাইল হোসেন বাবুল, মো. খোকন, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, আমেরিকা তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি আহসান উল্যাহ মামুন, সোনাইমুড়ী যুবদলে যুগ্ন আহাবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, দেওটি ইউনিয়নের স্বেচ্ছা সেবক দলের আহবায়ক পদ প্রার্থী মো. রিয়াদ হোসেন, দেওটি ইউনিয়নের কৃষক দলের সদস্য সচিব এ কে এম ফজলুল হক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সবুজ খান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৪ এর অন্দোলনে তারুণ্যের অহঙ্কার আগামি দিনের রাষ্ট্র নায়ক তারেক জিয়াই ছিলেন মুল নায়ক। তারেক জিয়ার নেতৃত্বে দলের নেতা কর্মির পাশাপাশী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈারাচার হাসিনা মুক্ত হয়েছে। যার কারণে পালিয়ে গেছে হাসিনা ও তার দোষররা।  আগামি দিনে সকলকে ঐক্যবদ্দ ভাবে থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *