ePaper

সোনাইমুড়ীতে পুলিশের অভিযানে ছাত্রলীগের ২ জন গ্রেফতার

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী

পুলিশ সুপার  মো. আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখীল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং  মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়াখালী অদ্য ০১/০৮/২০২৫ইং তারিখ সোনাইমুড়ি থানার মামলা নং-০৪, তারিখ-২০/০৮/২০২৪ইং ধারা-১৪৭/১৪৮/৩০২/৩৪/১১৪ পেনাল কোড এর সন্ধিগ্ধ আসামী নিষিদ্ধ ঘোষিত সংঘটন ছাত্র লীগ এর সোনাইমুড়ী উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ১। পার্থ সাহা (৩২), পিতা-মৃত সুনীল সাহা, মাতা-মৃত সুবর্ণ সাহা, সাং-ভানুয়াই, (চৌধুরী বাড়ী), ৪নং ওয়ার্ড, সোনাইমুড়ী পৌরসভা এবং ৩নং চাষীরহাট ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ২। জুলফিকার আলী @ ভুট্টো (৩৮), পিতা-মৃত আবুল খায়ের@ বাচ্চু মিয়া, মাতা- ছখিনা খাতুন, সাং-সাহার পাড় (আমজাদ ব্যাপারী বাড়ী), ৫নং ওয়ার্ড, ৩নং চাষীরহাট ইউপি, উভয় থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীদ্বয়’কে গ্রেফতার করি। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *