ePaper

সোনাইমুড়ীতে ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাকসুদ আলম, সোনাইমুড়ী

নোয়াখালীর সোনাইমুড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাইমুড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী ব্যবসায়ীগন। সংবাদ সম্মেলনে অভিযোগকারী গন তাদের লিখিত বক্তব্যে দাবী করেন, সোনাইমুড়ী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। ডিলার আবেদনের পূর্ব শর্ত ছিলো খাদ্য বিক্রেতা লাইসেন্স থাকা লাগবে। উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের অসাধু কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময়ে নির্দিষ্ট ব্যক্তিদের লাইসেন্স প্রদান করেছে। প্রকৃত আবেদনকারী ব্যবসায়ীদের অদৃশ্য কারণে লাইসেন্স প্রদান করা হয়নি। সোনাইমুড়ী কলেজ গেট এলাকার মুদি ব্যবসায়ী নুর ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী নুরুন নবী দাবী বলেন, আমি যথাযথ নিয়মে আবেদন করেছি। অফিস সহকারী আবদুল করিম আমার কাছে ঘুষ দাবী করেছে। সে দাবীকৃত অর্থ না দেওয়ায় আমাকে লাইসেন্স দেওয়া হয়নি। দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারের রেজাউল হোক এন্ড সন্সের স্বত্বাধিকারী রেজাউল হোক বলেন, আমি সকল কাগজপত্র সঠিকভাবে উপস্থাপনের পর আমাকে লাইসেন্স না দিয়ে টাকার বিনিময়ে একজন হার্ডওয়ার ব্যবসায়ীকে লাইসেন্স দেওয়া হয়। আমিশাপাড়া বাজার ব্যবসায়ীর সাধারণ সম্পাদক ফিরোজ আলম ভুট্টো দাবী করে বলেন, উপজেলার ৯টি স্পটে অনিয়মের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের লাইসেন্স প্রদান করা হয়েছে। এ সময় বক্তারা সোনাইমুড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আবদুল করিম, সি এ মতিন, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতারের অপসারণ দাবী করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম ও সোনাইমুড়ী প্রেসক্লবের সভাপতি বেলাল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক এয়াকুব আল্ মাহমুদ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি সেলিম মিয়াসহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *