মাকসুদ আলম, (নোয়াখালী) সোনাইমুড়ি
নোয়াখালীর সোনাইমুড়িতে সম্পত্তি বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক। বুধবার রাত প্রায় ৮ টার দিকে উপজেলার নদনা ইউপির পূর্ব কালুয়াই গ্রামের রফিক উল্যাহ নতুন পটোয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত রফিক উল্যাহ পাটয়ারী (৭৫) একই বাড়ীর মৃত লাল মিয়ার ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানান, ছোট ছেলে জাহাঙ্গীর আলম র্দীঘদিন থেকে বেকার থাকায় বুধবার সন্ধ্যার দিকে নিজ বাড়ীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা রফিক উল্যার সাথে কথা বলেন। এসময় মেজ ছেলে জাবেদ পাটওয়ারী ও মুকছেদ উল্যাহর সাথে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে বাবাকে ছেলে জাবেদ (৩৫) লাঠি দিয়ে আঘাত করে। জাহাঙ্গীর বাঁধা দিলে তার উপরও সে হামলা করেন। পরে বাবাকে লাথি মেড়ে মাটিতে ফেলে দিয়ে ব্যাপক মারধর করতে থাকে। তাদের সু-উচ্চ চিৎকারে স্থানীয়রা এসে রফিক উল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ জানান, নিহত রফিক উল্যার চার মেয়ে তিন ছেলে। বড় ছেলে মুকছেদ উল্যাহ ও মেজ ছেলে জাবেদ বাবার ধানের ব্যবসা করেন। ছোট ছেলে জাহাঙ্গীর আলমকে ঐ ব্যবসার কোন কার্যক্রমে না রাখার কারনে ভাইদের মধ্যে ঝগড়া হয়। বাবাকে সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য বলে। বাবা উভয়ের মধ্যে ঝগড়া মিটানোর চেষ্টা করে। এক পর্যায়ে বাবাকে মারধরের কথা শুনেছি। সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত দেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গেপ্তারের চেষ্টা চলছে।