ePaper

সোনাইমুড়িতে রাহেদ হত্যা মামলার মূল হত্যাকারী গ্রেফতার

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী

নোয়াখালীর সোনাইমুড়িতে চাঞ্চল্যকর রাহেদ হোসেন হত্যার রহস্য উদঘাটন, রাহেদ হত্যা মামলার মূল আসামি শাহাদাত হোসেন সবুজ ওরফে মানিক ১৯ কে অটোরিকশার চার টি ব্যাটারি সহ গ্রেফতার করেছে সোনাইমুড়ি থানা পুলিশ, গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার চাটখিল- সোনাইমুড়ীর সার্কেল অফিসার মানিক দাস, তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে মূল আসামি মানিকের অবস্থান সনাক্ত করা হয়, শুক্রবার বিকেলে ঢাকার ডেমরার সারুলিয়া বাজারের আমতলা এলাকাথেকে তাকে গ্রেফতার করে আনা হয় সোনাইমুড়ী থানায়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে মানিক, সাইফুল ইসলাম প্রকাশ বাবুলসহ অন্যরা হত্যার বিষয়ে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে রাহেদ হোসেন তার প্রতিবেশী ছিল, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুকৌশলে তাকে তার অটোরিকশা ভাড়া করে নিয়ে যায় বিগত ০২ রা মে মাসে (৪ মাস আগে) ঘটনায় জড়িত অন্য আসামীদের সহযোগিতায় মাথার পিছনে ইট দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করা হয়, উক্ত ঘটনাকে দামা ছাফা দেওয়ার জন্য তার লাশ সোনাইমুড়ি থানা এলাকার জয়াগ আগের পরিত্যক্ত ডোবায় ফেলে কচুরি ফেনা দিয়ে চাপা দিয়ে তারা চলে যায়, এবং অটো রিক্সাটি বাজারের পূর্ব পাশে খালে ফেলে দিয়ে চলে যায় অটো রিক্সা থেকে চারটি ব্যাটারি নিয়ে তারা চলে যায়, উক্ত শাহাদাত হোসেন সবুজ ওরফে মানিকের স্বীকারোক্তি অনুযায়ী সেই অটোরিক্সার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়, আর এই ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিক এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, থানায় জ্বড় হয় মৃত পরিবারের লোকজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলে প্রশাসনের কাছে উক্ত গঠনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে এদের ফাঁসি কার্যকর করার জন্য আবেদন জানানো হয় এবং থানা কর্তৃপক্ষ জানান বাকি আসামীদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা অচিরেই সকলকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *