ফুলগাজী,ফেনী প্রতিনিধি
সৃজন সমাজকল্যাণ পরিষদ, ফুলগাজীর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।শনিবার (১০ জানুয়ারি) সকালে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৃজন সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আনিসুল আলমের পরিচালনায় এবং সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজন সমাজকল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক আলাউদ্দিন বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রতিষ্ঠাতা সদস্য লোকমান হোসেন মজুমদার, সহসমাজকল্যাণ সম্পাদক ইব্রাহিম মিয়া সুমন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। সৃজন সমাজকল্যাণ পরিষদ ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
