নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ সেপ্টেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক কমলেও বেড়েছে বাছাই করা ৩০ শেয়ারের সূচক। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে। সার্বিক লেনদেনও কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৮ পয়েন্টে নেমেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে নেমেছে। তবে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে উঠেছে।আজ ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৭টির। বিপরীতে কমেছে ২২৩টির। আর ৪৭টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে আজ মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৪১ কোটি ৬ লাখ টাকা। আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি আজিয়াটা পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ৭৪ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকালও ৩৭ কোটি ৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ডিএসইতে সর্বোচ্চ অবদান রেখেছিল এই কোম্পানিটি।
