মাগুরা প্রতিনিধি
মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে মাগুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টায় মাগুরা জেলা স্টেডিয়াম চত্বর থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতিতে প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। জেলা স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি শহরের নতুন বাজার, চৌরঙ্গীর মোড়, ঢাকা রোড ও ভাইনা মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়। মাঘ মাসের শীত উপেক্ষা করে নানা বয়সী প্রতিযোগী ও উৎসুক জনতার উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাঁচ কিলোমিটার ম্যারাথনে শালিখা উপজেলার হাসিবুল ইসলাম চ্যাম্পিয়ন হন। প্রথম রানার্স আপ হন মো. ওসামা এবং দ্বিতীয় রানার্স আপ হন নিকুঞ্জ দাস। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০০ জনকে মেডেল প্রদান করা হয় এবং প্রথম ১০ জন বিজয়ীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, মাগুরায় এ ধরনের আয়োজন এই প্রথম এবং এটি অত্যন্ত প্রশংসনীয়। ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মাগুরায় সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। আজকের এই প্রতিযোগিতার একটি মেডেলের গুরুত্ব অনেক, কারণ এটি সমাজে সচেতনতা বাড়াতে এবং মাদকবিরোধী আন্দোলন জোরদার করতে ভূমিকা রাখবে। ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৈয়দ মোরসালিন আলী শুভ বলেন, তারা দীর্ঘদিন ধরে মাগুরায় নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারির শুরু থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগকালেও সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক আয়োজন অব্যাহত থাকবে।
