সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে কার্ডধারী উপকারভোগীদের মাঝে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া বাজার কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম, সাংবাদিক সুমন মিয়া এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জিয়াউর রহমান প্রমুখ। কেন্দ্রটির আওতায় মোট ৬৬৫ জন কার্ডধারী উপকারভোগী এ সুবিধা পাচ্ছেন। কর্মসূচির নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডধারী প্রতি কেজি চাল ১৫ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, ঝিনিয়া বাজার কেন্দ্রে এ কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স জেমি ট্রেডার্স।
