ePaper

সুনামগঞ্জ বিএনপি’র কমিটি নিয়ে সংবাদ সম্মেলনে একাংশের অভিযোগ

বাবুল মিয়া, সুনামগঞ্জ সুনামগঞ্জে বিএনপির বিভিন্ন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী সুবিধাভোগী ও মহল্লার লোকজনকে অগ্রাধিকারের অভিযোগ। বিএনপির ত্যাগী নেতাদের বঞ্চিত করে একটি গ্রুপ বিএনপিকে লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ বিএনপির একাংশের নেতাকর্মীরা এমন দাবি করেন। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সম্মেলনে এসব অভিযোগ উপস্থাপন করা হয়। বিএনপির একাংশের নেতাকর্মীরা জানান, বিগত আন্দোলনে ৪০০ গজের মধ্যে আন্দোলন করা কমিটি ছিল সম্পুর্ন ব্যর্থ। গত ৪ নভেম্বর জেলা বিএনপির নেতাকর্মীদের বোকা বানিয়ে ভুল তথ্যের ভিত্তিতে ৩২ সদস্যের জেলা কমিটি গঠন করেন। কমিটিতে ত্যাগী নেতাকর্মীরা স্হান পায়নি। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাভোগীরা স্থান পেয়েছেন। পৌর বিএনপির কমিটির ২১ সদস্যের ৬ জনই জেলা বিএনপির সদস্য। এবং ১১ জনই ৪০০ গজের মধ্যে বসবাসকারী। ৮ জন সদস্য ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। কমিটির ১০ নং সদস্য পরীক্ষিত দলছুট নেতা। বিগত দিনে আওয়ালীগের সুবিধাভোগী ছিলেন। সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান বলেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ ও জেলা কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন দলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের আশ্বাস দিয়েছিলেন। তারা সেই আশ্বাস রাখতে পারেননি। নিজেদের মধ্যে থেকে ইচ্ছেমত কমিটি গঠন করেছেন। অনেক গুরুত্বপূর্ণ-ত্যাগী নেতারা বাদ পড়েছেন। অপরিপক্ক ও অপরিচিত মুখকে দলের নেতা বানিয়েছেন। পদ পেতে আবেদনের সাথে নেতাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। জেলার বিভিন্ন ইউনিটে আওয়ামী সুবিধাভোগীরা স্থান পেয়েছে। দলটাকে একটা লিমিটেড কোম্পানি বানিয়ে ফেলা হয়েছে। আমরা সিন্ডিকেটমুক্ত কমিটি চাই। নতুবা জেলায় দলের কাঠামো ভেঙে পড়বে। তাই সকল ইউনিটসহ জেলা কমিটির স্থগিতের আহবান জানাই। তা না হলে বিকল্প জেলা কমিটি গঠনের হুশিয়ারি দেন তিনি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম খালিদ, সাবেক জেলা বিএনপির সদস্য আব্দুল গফফার, বিএনপি নেতা আব্দুল করিম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  মইনুল হক, হাবিবুর রহমান, নজরুল ইসলাম। এছাড়া তৃণমূলের আরো অনেক বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *