ePaper

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী সহ তিনজন নিহত

বাবুল মিয়া, সুনামগঞ্জ

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইনস্টিটিউট এর দুই শিক্ষার্থী সহ তিনজন নিহত। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ গ্রহণ করেন। নিহতরা হলেন-সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী, পৌর শহরের আরপিনগর এলাকার দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী (১৭)। আফসানা খুশী সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপের ভাগ্নী হন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮)। নিহত স্নেহা চক্রবর্তী সুনামগঞ্জ সতীশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস, এস, সি পাশ করে। তার বাবা আস্তমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি শান্তিগঞ্জ  উপজেলার জয়কলস গ্রামে হলেও থাকতেন পৌর শহরের নতুনপাড়ায়। রঙিন স্বপ্ন নিয়ে আজকেই ভর্তি নিশ্চিত করে বাড়ি ফিরছিলেন স্নেহা। কিন্তু বাড়ি ফেরা হলোনা। পথেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটলো স্নেহা চক্রবর্তীর অপর নিহত সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)। এ ঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পি.পি) এড. মল্লিক মো. মঈন উদ্দীন বলেন, সুনামগঞ্জ – সিলেট আঞ্চলিক মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৬৫ কি.মি. এর এই রাস্তাটি সরু ও দুই লেনের রাস্তা হওয়ায় অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করে আসছে। প্রায় প্রতিদিনই কোন না কোন স্থানে ঘটছে মারাত্মক দূর্ঘটনা। হচ্ছে প্রানহানি। বিপদজনক ও অনিপরাদ রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়তঃ আমাদের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়। সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি অনতিবিলম্বে ৪ লেনে উন্নীত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *