বাবুল মিয়া, সুনামগঞ্জ :
সুনামগঞ্জে ফেইসবুক ম্যাসেঞ্জারে লন্ডন প্রবাসী মো. মামুনুর রশিদ ও তার পরিবারকে প্রাননাশেন অভিযোগে থানায় সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে।
জানা যায়, “অযসবফ ঋধৎযধহ” ফেইসবুক আইডি থেকে লন্ডন প্রবাসী “গফ.গধসঁহঁৎ জধংযরফ” এর আইডিতে গত ১৬/০৪/২০২৫ ইং তারিখ বিকেল ০৬:৩০’০৭ মিঃ এর সময় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন জগদল ইউনিয়নের বাটিয়ার গাঁও গ্রামের জৈনক মনির উদ্দিনের ছেলে মামুনুর রশীদ ও তার পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ছুরি (চাকু)’র ছবি দিয়ে প্রাননাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে নিরাপত্তার স্বার্থে লন্ডন প্রবাসীর মাতা পিয়ারা বেগম গত ১৭ এপ্রিল-২৫ সুনামগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।