ePaper

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের মাঝে ৯জনকে চেক প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি

জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে অনুদান ও শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান কার্যক্রমের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘এ’ ক্যাটাগরির ০৬ জন এবং ‘বি’ ক্যাটাগরির ০৩ জন আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১ম পর্বের চেক পাওয়া গিয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাপ্ত চেকসমূহ বাংলাদেশ সরকারে পক্ষে বিতরণ করেন ড. মো. ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। ‘এ’ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাগণ অনুদান হিসেবে পেয়েছেন ২ লক্ষ টাকা হারে এবং ‘বি’ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাগণ অনুদান হিসেবে পেয়েছেন ১ লক্ষ টাকা হারে।

অনুদানপ্রাপ্ত ‘এ’ ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধাগণ হলেন: ১। ছাদ্দাম হোসেন, পিতা: মো. ইদ্রিছ, মাতা: সাহেরা খাতুন, হাসাউরা, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।; ২।  রিপন মিয়া, পিতা: কালাম উদ্দিন, মাতা: আসর বিবি, গ্রাম: বদিপুর, বাদিপুর (অংশ), সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।; ৩।  মো. জহুর আলী, পিতা: মৃত মো. নাজির আহমদ, মাতা: সালমা খাতুন, বাঁধন-১৭, আ/এ, বাঁধনপাড়া, সুনামগঞ্জ   সদর, সুনামগঞ্জ।; ৪।  মোহাম্মদ ফয়ছল আহমদ, পিতা: মোহাম্মদ আব্দুস ছালাম, মাতা: মিনা বেগম, গ্রাম: ঠাকুরভোগ, পশ্চিম বীরগাও, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।; ৫।  মো. মিজান মিয়া, পিতা: মো. আফতাব মিয়া, মাতা: মোছা: মজিদা আক্তার, ঘোলঘর, বিরামপুর, সুরমা, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।; ৬।  তৌকির আহমদ, পিতা: আউয়াল নুর, মাতা: জেসমিন আরা, ব্রাহ্মণগাঁও পূর্ব পাড়া, ওয়ার্ড নং-০৭, পশ্চিম পাগলা, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।;

অনুদানপ্রাপ্ত ‘বি’ ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধাগণ হলেন : ১।  মো. সুমন, পিতা: মো. আলী উসমান, মাতা: মোসা: সরুফা বেগম, গ্রাম: সরিষাকান্দা (ইসলামপুর), ডাকঘর: গোলকপুর, উপজেলা: ধর্মপাশা, জেলা: সুনামগঞ্জ।; ২।  মো. রিয়াদ মিয়া, পিতা: মো. রফিকুল ইসলাম, মাতা: মোছা: নয়ন তারা, গ্রাম: ইসলামপুর (সরিষাকান্দা), ডাকঘর: গোলকপুর, উপজেলা: ধর্মপাশা, জেলা: সুনামগঞ্জ।; ৩।  হাসান আহমদ, পিতা: হাবিবুর রহমান, মাতা: আছমা বেগম, গ্রাম: পাইগাঁও, ইউপি: জাউয়াবাজার, উপজেলা ছাতক, জেলা: সুনামগঞ্জ।; সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *