ePaper

সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. বাবুল মিয়া, সুনামগঞ্জ

“অভয়াশ্রমে গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। গতকাল সোমবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো শামশুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস রঞ্জন শীল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জাকির হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো রফিকুল ইসলাম, বাসস এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক। এছাড়া বক্তব্য রাখেন মৎস্য চাষি আনোয়ার হোসেন। কুরআন তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার হোসেন। এ সময় বক্তারা বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। মৎস আমাদের সম্পদ। এ সম্পদকে যথাযথ ভাবে কাজে লাগিয়ে কর্মসংস্থান, পুষ্টির চাহিদা পূরণ ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব। বক্তারা আরো বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে পোনা মাছ ক্রয়-বিক্রয় থেকে আমাদের বিরত থাকতে হবে। অনুষ্ঠান পুর্বে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৪০ কেজি দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *