সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও ৮টি গরুসহ প্রায় ৬৫ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল সোমবার ভোররাতে ২৮ বিজিবি’র অধীনস্থ আশাউড়া ও বাগানবাড়ি বিওপি কর্তৃক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ.কে. এম জাকারিয়া কাদির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশাউড়া ও বাগানবাড়ি বিওপি’র পৃথক অভিযানে ৫১৬ পিস ভারতীয় শাড়ি ও ৮টি গরু আটক করা হয়েছে। যার আনুমানিক সিজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ১২ হাজার টাকা। তবে এ সময় চোরাচালানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এদিকে জব্দকৃত ভারতীয় শাড়ি ও গরু শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করা হয়েছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।