ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে গরু চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেনÑউত্তর নিলক্ষী গ্রামের আবুল কাশেমের ছেলে শাহাদাত হোসেন (৩৮) ও মনতলা গ্রামের মো. হাসান (৩৫)। থানার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের সময় ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর নিলক্ষী গ্রামের মনসুর আলম ভূঁইয়ার বাড়ির পাশে পুকুরপাড়ে বাঁধা দুটি গরুর মধ্যে একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গরুটি না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় চোর ও ব্যবহৃত গাড়ি শনাক্ত করতে সক্ষম হন গরুর মালিক। ঘটনার পর ভুক্তভোগী মনসুর আলম ভূঁইয়া থানায় গিয়ে শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ফুলগাজী থানা পুলিশ অভিযান চালিয়ে শাহাদাত হোসেনকে তার ব্যবহৃত পিকআপসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যে চোরাই গরু ক্রেতা মনতলা গ্রামের মো. হাসানকে গরুসহ গ্রেফতার করা হয়। রোববার সকালে পুলিশ গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আটক শাহাদাত হোসেন গরু চুরির মূল আসামি এবং হাসান চোরাই গরু ক্রয়ের অপরাধে গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও ফুলগাজী থানায় মাদক মামলা রয়েছে।
