বিদ্রোহীদের অভিযানের মুখে পালালেন আসাদ
সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানে চাপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মেদ আল-জোলানির নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা চলছে।
অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতি
এইচটিএস প্রধান আবু মোহাম্মেদ আল-জোলানি ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিদ্রোহী গোষ্ঠী দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু করবে।
অপরদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরেক বিদ্রোহী নেতা মোহাম্মদ আল-বশির অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে পারেন। তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছোট এলাকার নেতৃত্ব দিয়েছেন। তার অধীনেই সম্ভাব্য নির্বাচনের আয়োজন হতে পারে।
আসাদ শাসনের অবসানে উল্লাস
বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটায় সিরিয়ার সাধারণ মানুষ আনন্দ-উল্লাস করছেন। তার দেশত্যাগের মধ্য দিয়ে এক দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটেছে।
রাশিয়ায় আশ্রয় এবং অনিশ্চয়তা
বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন। তবে সেখানেও তিনি বিশেষ মর্যাদা পাচ্ছেন না। মস্কোতে যাওয়ার পর তার বা তার পরিবারের কোনো ছবি বা ভিডিও প্রকাশিত হয়নি। ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসাদের দেখা করার কোনো পরিকল্পনা নেই।
সিরিয়ার দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, আসাদ কূটনৈতিক মিশনের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তারা সিরিয়ার নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
রাশিয়ার সামরিক ঘাঁটির ভবিষ্যৎ
রাশিয়ার জন্য বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটির ভবিষ্যৎ। যদিও বিদ্রোহী নেতারা রাশিয়ার লাতাকিয়া ও টারতুসের সামরিক ঘাঁটির নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া, রাশিয়ার কূটনৈতিক মিশনের সুরক্ষাও নিশ্চিত করা হবে বলে বিরোধী নেতারা জানিয়েছেন।